Logo

আন্তর্জাতিক    >>   ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন পেলেন চিকিৎসায় নোবেল পুরস্কার

ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন পেলেন চিকিৎসায় নোবেল পুরস্কার

ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন পেলেন চিকিৎসায় নোবেল পুরস্কার

চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। তাঁদের এ পুরস্কার মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে এর ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকাবিষয়ক গবেষণার জন্য দেওয়া হয়েছে। তাঁদের গবেষণা প্রাণীর দেহের গঠন ও কার্যকলাপ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ।

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ৭ অক্টোবর শুরু হচ্ছে, যা আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা দিয়ে শেষ হবে। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে জানা গেছে, ৮ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য এবং ১১ অক্টোবর শান্তির নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ বছরে চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৮ লাখ ১০ হাজার পাউন্ড) পাবেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হয়েছে।

গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও মার্কিন চিকিৎসক ড. ওয়াইজম্যান, যারা করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কারের জন্য এ পুরস্কার অর্জন করেন। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার পান জার্মান জীববিজ্ঞানী এমিল ফন বেরিং, যিনি ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে কার্যকর সিরাম থেরাপি বিষয়ে গবেষণা করেন।